fbpx

ঘরে বসেই আয় করুন

৩৫ হাজার +

মোট অ্যাফিলিয়েট

৩৫ হাজার +

মোট অ্যাফিলিয়েট

৩৫ হাজার +

মোট অ্যাফিলিয়েট
Play Video

কেন বিডিয়ানের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনার জয়েন করা উচিত ?

 👉 প্রত্যেক বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য ডিজিটাল প্লাটফর্মগুলোতে বিজ্ঞাপন দিতে খরচ করা হয়। এই অর্থের প্রায় সিংগভাগই চলে যায় বিদেশি কোম্পানিদের হাতে। আমাদের দেশের এই বিপুল পরিমান অর্থ আমাদের দেশের মানুষের কাছেই বিজ্ঞানপনের মাধ্যমে তারা আয় করে থাকে।

👉 অথচ আমরা চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আমাদের দেশের টাকা দেশেই রাখতে পারি। বিদেশি কম্পানীগুলোকে  বিজ্ঞাপনের জন্য টাকা দেওয়ার চাইতে বরং আমাদের দেশের ছেলে-মেয়েদের সুযোগ দিলে তারা সহজেই কিন্তু খুব ভালো এমাউন্টের সম্মানি আয় করতে পারবে।

👉 এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অযথা সময় নষ্ট না করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে হালাল পন্থায় আয় করে নিজের মূল্যবান সময়কেও কাজে লাগাতে পারেন।

বিডিয়ানের প্রত্যেকটি সেবাই অত্যন্ত ভালো মানের এবং স্বল্প মূল্যের। আপনার পরিচিত জনদের সাথে আমাদের দেশ সেরা সার্ভিসগুলো শেয়ার করে আপনি আয় করতে পারেন খুব সহজেই।”

অ্যাফিলিয়েশন প্রোগ্রামের জন্যে কি দক্ষতা প্রয়োজন ?

বিশেষ কোনও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বরং বিডিয়ানের পক্ষ থেকে অভিজ্ঞ মেন্টরের অধীনে থাকবে অ্যাফিলিয়েটদের জন্যে ডিজিটাল মার্কেটিং এর উপর বিশেষ প্রশিক্ষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই সময়টা আমরা দেই এর মধ্যদিয়েই আফিলিয়েট মার্কেটিং করতে পারবো। এতে আলাদাভাবে তেমন সময় ও দিতে হবে না। এছাড়াও থাকছে বিডিয়ানের দেশ সেরা কোর্সগুলোতে বিশেষ ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ।

১. রেজিস্ট্রেশন করুন

সহজেই কয়েকটি ধাপে রেজিস্ট্রেশন করে যুক্ত হয়ে যান অ্যাফিলিয়েশন প্রোগ্রামে।

২. শেয়ার করুন

আপনার নিজস্ব অ্যাফিলিয়েট লিংক এবং প্রমোশনাল কন্টেন্ট পোস্ট করুন বিভিন্ন প্ল্যাটফর্মে।

৩. আয় করুন

আপনাকে দেয়া লিংকটি ব্যবহার করে প্রোডাক্ট কেনা হলে পেয়ে যাবেন প্রোডাক্টির মূল্যের ১০ থেকে ২০% কমিশন!

আপনার প্রশ্নের উত্তর

একজন অ্যাফিলিয়েটকে দেওয়া হবে কন্টেন্ট এবং একটি নির্দিষ্ট লিংক বা প্রমোকোড যা তিনি নিজের ফেইসবুক পেইজ, গ্রুপ ও নিজের অ্যাকাউন্টের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিয়ে সেল জেনারেট করবেন। সেই লিঙ্কটি ব্যবহার করে কেউ বিডিয়ানের কোনও সার্ভিসে রেজিস্টেশন করেলেই অ্যাফিলিয়েট পেয়ে যাবেন ১০ থেকে ২০% কমিশন।

www.bdian.org তে গিয়ে নিচে Become an Affiliate এ ক্লিক করলেই রেজিস্ট্রেশন করা যাবে । এরপর Product অপশনে গেলেই আমাদের সব গুলো প্রোডাক্টের টাইটেলে ক্লিক করলেই তাকে সেই প্রোডাক্টের মেইন পেইজে নিয়ে যাবে। সেখান থেকে Affiliate Link এ ক্লিক করলেই তার একাউন্টের জন্য ইউনিক লিংক ক্রিয়েট হয়ে যাবে। এই লিংক থেকে যারা প্রোডাক্ট কিনবে , সেই প্রোডাক্ট সম মূল্যের উপর কমিশন দেয়া হবে।

Product অপশনে প্রতিটি প্রোডাক্টের পাশে ড্রাইভ লিংক নামের একটি অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করলে ঐ প্রোডাক্ট প্রমো্নের জন্য ক্যাপশন থেকে শুরু করে সব ধরনের কন্টেন্ট দেয়া থাকবে

বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন  https://youtu.be/gWYyZbx1tmk

প্রত্যেক সেইলে অ্যাফিলিয়েটরা আয় করেন ১0 থেকে ২০% কমিশন।

একজন অ্যাফিলিয়েট তার একাউন্টের Dashboard থেকে নিজেই চেক করতে পারবে তার লিংক থেকে কে কে রেজিস্ট্রেশন করেছে । প্রোগ্রামের রেজিস্ট্রেশন ডেডলাইন শেষ হওয়ার পর দুই কার্যদিবসের মধ্যেই বিকাশ/নগদ একাউন্টে পেয়ে যাবেন তার উপার্জিত আয়।