জীবনে সফলতা এবং উন্নতির জন্য আমরা অনেক কিছুই করার চেষ্টা করি। এক বার ভেবে দেখেছেন এর মৌলিক প্রচেষ্টা আসলে কি? নিশ্চয়ই পড়া এবং লেখা। আপনি যদি কিছু জানতে চান আপনাকে তখন পড়তে হবে আর সেটা অবশ্যই কেউ লিখেছে।
আমাদের এই বইটিতে লেখার উপকারিতা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে এর গুরুত্ব অনুধাবন করানো। একবার যদি অনুধাবন করতে পারেন লেখালিখি কত গুরুত্বপূর্ণ এবং ক্যারিয়ারে সফল হওয়ার জন্য অত্যবশকীয় তখন IELTS Writing মডিউল আপনার কাছে তেমন কঠিন কিছুই মনে হবে না। আপনি বরং আরও বড় কিছুর জন্য নিজেকে প্রস্তুত করতে পাবেন।
✍আপনি লেখালিখি শিখতে চান কিংবা IELTS Writing -এ ভালো করতে চান তাহলে ইংরেজিতে দুর্বলদের জন্য “বাংলায় IELTS WRITING এর ফুল কোর্স” টি আপনার জন্য।
📌কোর্সের সময়কালঃ ৬ সপ্তাহ
ক্লাস প্রতি শুক্র এবং শনিবার রাত ৯ টা থেকে ১০.৩০টা (জুম লাইভ)
কোর্স ফ্রিঃ ৯৯৯ টাকা
ক্লাস রেকর্ড, হার্ড কপি বই পাবেন
আরও জানতে WhatsApp করুনঃ 01829-375331
১। আপনি নিজের মনের কথা, অনুভূতি চিন্তা, অভিজ্ঞতা, দর্শন এবং জ্ঞান সংরক্ষণ এবং প্রকাশ করতে পারবেন।
২। নতুন কিছু জানার জন্য এবং সেটাকে মনে রাখার জন্য লেখার জন্য উত্তম আর কি আছে। ধরুন আপনি কোন একটি বিষয় জানেন না। আপনি যদি ঐ বিষয়ে পড়ে এরপর লেখার চেষ্টা করেন তাহলে আপনার জানাও হবে এবং মনে রাখতেও পারবেন।
৩। ভোকাবুলারি মনে রাখার সেরা উপায়। আমরা অনেকেই ভোকাবুলারি মনে রাখতে পারি না কিন্তু আমরা যদি কোন ভোকাবুলারি পড়ার পর সেটা লেখা চর্চা করি তাহলে মনে থাকবে অনেক বেশি।
৪। লেখালিখি আমাদের বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধিকরে এবং ক্রিটিকাল রিডার হতে সাহায্য করে।
৫। আপনি যদি প্লানিং স্কিল শিখতে চান এবং সেটা রিভিউ করার দক্ষতা অর্জন করতে পারেন তাহলে লেখালিখির পদ্ধতি আপনার জন্য সবচেয়ে কার্যকরী একটি উপায় হতে হবে।
৬। আপনি যদি নিজের ফোকাস এবং মনোযোগের উন্নতি করতে চান তাহলে লেখালিখি সবচেয়ে বেশি আপনাকে সাহায্য করবে। আপনি কখনই মনোযোগী হয়ে লিখতে পারবেন না।
৭। আপনি যদি ওভার থিংকিং সমস্যায় ভুগেন তাহলে লেখালিখি এন্টিবায়োটিকের মত কাজে দিবে। যখনই আপনার ব্রেইন ওভার থিংকিং করবে তখনি আপনি কাগজ আর কলম হাতে নেন। লেখার চেষ্টা করেন দেখবেন মুহূর্তের মধ্যেই ওভার থিংকিং উধাও হয়ে যাবে।
৮। আপনি যদি একাকীত্ব অনুভব করেন বা আপনার কনফিডেন্ট বাড়াতে চান তাহলে লেখা শুরু করেন। কোন সৃজনশীল কাজ যেমন; কোন কিছু বানানো আপনাকে আনন্দ দিতে পারে এবং ব্যস্ত রাখতে পারে, ঠিক তেমনি লেখালিখি আপনাকে আনন্দ দিবে এবং ভালো সময় অতিবাহিত করতে সাহায্য করবে।
৯। আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান, আপনার লেখালেখির দক্ষতার কোন বিকল্প নেই।
১০। আপনি যদি চাকুরী কিংবা ব্যবসায় সফল হতে চান তাহলেও আপনাকে লেখালিখির দক্ষতা লাগবেই।
বাংলায় IELTS WRITING এর ফুল কোর্স বই থেকে নেওয়া।
BDian is visioned to empower every citizen of our country through education.